বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, প্রাণ গেল ছয় শ্রমিকের

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। গতকাল ভোররাতের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহতরা হলেন— মাদারীপুরের আবুল বাশারের ছেলে অপু (২২), হোসেন মিয়ার ছেলে ওবায়দুল্লাহ (৩৬), পটুয়াখালীর রফিক মজুমদারের ছেলে আবু তাহের (২০), ইউসুফ হাওলাদারের ছেলে মোশারফ হোসেন (৩০)। লাশ গতকাল পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারগাঁর আষাঢ়িয়ারচর গ্রামে আল মোস্তফা প্যাকেজিং নামের একটি কারখানার কাগজবোঝাই ট্রাকটি রাত ৩টার দিকে নিমার্ণাধীন সরু সড়ক দিয়ে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। মালামালের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলে মারা যান চার শ্রমিক। ঝিনাইদহ সিরাজগঞ্জে নিহত ২ : প্রতিনিধারা জানান, ঝিনাইদহ জেলা সদরের গোপিনাথপুরে টাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক আব্দুল কাদের (২৬) নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ জজ কোর্টের অ্যাড. দবির উদ্দিনের সহকারী হিসাবে কাজ করতেন। তার বাড়ি ঝিনাইদহ শহরের লক্ষ্মিকোল গ্রামে। এদিকে সিরাজগঞ্জে ট্রাকচাপায় মারা গেছেন মোহাম্মদ সেলিম (২৪) নামে এক যুবক। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কড্ডার মোড়ে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম এনায়েতপুরের গোপরেখী গ্রামের বাসিন্দা।

সর্বশেষ খবর