বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিনামূল্যে চিকিৎসা পেলেন সেই বয়স্ক শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি

বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেয়েছেন ৬৫ বছর বয়সী শিক্ষার্থী নূরজাহান বেগম মধু। চলতি বছর প্রথম শ্রেণিতে ভর্তি হন তিনি। বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে। নূরজাহান বেগম চোখে না দেখার কারণে পড়ালেখা করতে পারছেন না বলে ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিনে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির (কুমিল্লা) নজরে এলে তারা নুরজাহানকে জেলার আলেখারচরে অবস্থিত চক্ষু হাসপাতালে আনার ব্যবস্থা করেন। ১২ ফেব্রুয়ারি বাম চোখের ছানি অপারেশন করে লেন্স সংযোজন করেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান।

সর্বশেষ খবর