বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় জলি ফুড প্রডাক্ট নামে একটি কারখানা আগুনে পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির মালিক জাহানারা বেগম জলি জানান, আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নীলফামারীতে পুড়ল ১৪ ঘর : নীলফামারী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাগলাটারী গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ১৪টি ঘর, আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে।
কিশোরগঞ্জ দমকল বাহিনীর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তরা হলেন, মোসলেম উদ্দিন, তফছির উদ্দিন, নজির হোসেন, সুজির আলী ও সালাম মিয়া।