পাসপোর্ট সেবা সপ্তাহ শুরু হয়েছে গতকাল। এ উপলক্ষে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় চত্বরে বসানো হয়েছে একাধিক বুথ (হেল্প ডেস্ক)। পাসপোর্ট করতে আসা আগ্রহী ব্যক্তিদের এসব বুথ থেকে সব ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। অর্থাৎ একই ছাতার নিচ থেকে সব ধরনের সুবিধা পাবেন পাসপোর্ট করতে আগ্রহী ব্যক্তিরা। সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। এ উপলক্ষে আলোচনা সভায় মো. জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন এম আর খায়রুল উমাম, মুস্তাফিজুর রহমান প্রমুখ। ঝিনাইদহ : ঝিনাইদহে গ্রাহকদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হচ্ছে একই ছাদের তলে। এ রকম সেবা পেয়ে পাসপোর্ট করতে আসা গ্রাহকরা খুবই খুশি। জানা গেছে, ১৯৯৪ সালের নভেম্বরে জেলা প্রশাসক দফতরের সামনে ভাড়া বাড়িতে স্থাপন করা হয় ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিস। প্রথম দিকে নানা সমস্যা থাকলেও বর্তমানে তা কাটিয়ে উঠছে। সেবা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। উপস্থিত ছিলেন আবদুর রউফ মণ্ডল, বজলুর রশিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনাজপুর : ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কর্মসূচি পাসপোর্ট সেবা কার্যক্রমে নতুন গতি এনে দিয়েছে। ফলে এখন ১ কোটি ৬৫ লাখেরও বেশি মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্ট করে সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে। দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গণে ‘পাসপোর্ট সেবা সপ্তাহ’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর খায়রুল আলম উপরোক্ত কথা বলেন। রোতিকা সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মো. গোলাম রাব্বী, ডা. সাদেক মিয়া ও মোহাম্মদ কাজেম উদ্দীন। টাঙ্গাইল : টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন মো. শাহাদত হোসেন, মো. আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট জাফর আহমেদ, কাজী জাকেরুল মওলা প্রমুখ। এ সেবা থেকে প্রবাসীরা তিন থেকে সাত দিনের মধ্যে পাসপোর্ট পাবেন। মানুষকে পড়তে হবে না দালালের খপ্পরে। এখন জরুরি আবেদনে এক সপ্তাহ ও সাধারণ আবেদনে ২১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। নীলফামারী : জেলা শহরের জেলখানা সড়কে নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে সেবা সপ্তাহের উদ্বোধন করেন এ জে এম এরশাদ আহসান হাবিব। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশিস কুমার দাস। পাসপোর্টপ্রত্যাশীদের হয়রানি দূর করে দুর্নীতিমুক্ত থেকে সেবার মান বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফল চন্দ্র গোলদার, সাংবাদিক তাহমিন হক, মীর মাহমুদুল হাসান, ভুবন রায় নিখিল, তৈয়ব আলী সরকারসহ পাসপোর্ট সেবা গ্রহণকারীরা।
শিরোনাম
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
পাসপোর্টের সব সেবা এক ছাতার নিচে
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর