পাসপোর্ট সেবা সপ্তাহ শুরু হয়েছে গতকাল। এ উপলক্ষে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় চত্বরে বসানো হয়েছে একাধিক বুথ (হেল্প ডেস্ক)। পাসপোর্ট করতে আসা আগ্রহী ব্যক্তিদের এসব বুথ থেকে সব ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। অর্থাৎ একই ছাতার নিচ থেকে সব ধরনের সুবিধা পাবেন পাসপোর্ট করতে আগ্রহী ব্যক্তিরা। সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। এ উপলক্ষে আলোচনা সভায় মো. জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন এম আর খায়রুল উমাম, মুস্তাফিজুর রহমান প্রমুখ। ঝিনাইদহ : ঝিনাইদহে গ্রাহকদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হচ্ছে একই ছাদের তলে। এ রকম সেবা পেয়ে পাসপোর্ট করতে আসা গ্রাহকরা খুবই খুশি। জানা গেছে, ১৯৯৪ সালের নভেম্বরে জেলা প্রশাসক দফতরের সামনে ভাড়া বাড়িতে স্থাপন করা হয় ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিস। প্রথম দিকে নানা সমস্যা থাকলেও বর্তমানে তা কাটিয়ে উঠছে। সেবা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। উপস্থিত ছিলেন আবদুর রউফ মণ্ডল, বজলুর রশিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনাজপুর : ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কর্মসূচি পাসপোর্ট সেবা কার্যক্রমে নতুন গতি এনে দিয়েছে। ফলে এখন ১ কোটি ৬৫ লাখেরও বেশি মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্ট করে সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে। দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গণে ‘পাসপোর্ট সেবা সপ্তাহ’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর খায়রুল আলম উপরোক্ত কথা বলেন। রোতিকা সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মো. গোলাম রাব্বী, ডা. সাদেক মিয়া ও মোহাম্মদ কাজেম উদ্দীন। টাঙ্গাইল : টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন মো. শাহাদত হোসেন, মো. আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট জাফর আহমেদ, কাজী জাকেরুল মওলা প্রমুখ। এ সেবা থেকে প্রবাসীরা তিন থেকে সাত দিনের মধ্যে পাসপোর্ট পাবেন। মানুষকে পড়তে হবে না দালালের খপ্পরে। এখন জরুরি আবেদনে এক সপ্তাহ ও সাধারণ আবেদনে ২১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। নীলফামারী : জেলা শহরের জেলখানা সড়কে নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে সেবা সপ্তাহের উদ্বোধন করেন এ জে এম এরশাদ আহসান হাবিব। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশিস কুমার দাস। পাসপোর্টপ্রত্যাশীদের হয়রানি দূর করে দুর্নীতিমুক্ত থেকে সেবার মান বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফল চন্দ্র গোলদার, সাংবাদিক তাহমিন হক, মীর মাহমুদুল হাসান, ভুবন রায় নিখিল, তৈয়ব আলী সরকারসহ পাসপোর্ট সেবা গ্রহণকারীরা।
শিরোনাম
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
পাসপোর্টের সব সেবা এক ছাতার নিচে
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর