সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

গাজীপুর সিটিকে নতুনভাবে সাজাতে চান মেয়র মান্নান

গাজীপুর প্রতিনিধি

‘২০১৩ সালের ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন হয়েছে। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি আমাকে গ্রেফতার করা হয়। আমি ২৮ মাস কারাগারে ছিলাম। আজ প্রায় চার বছর পার হয়ে গেছে। আমি বাকি ১ বছরে গাজীপুর সিটি করপোরেশনকে নতুনভাবে সাজাতে চাই। আমি সবার সহযোগিতা চাই।’ গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে গতকাল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র অধ্যাপক এম এ মান্নান এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকী, আঞ্চলিক কর্মকর্তা (জোন-২) মাহবুবা বিলকিস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম, আঞ্চলিক কর্মকর্তা (জোন-৪ ও ৫) মো. আবু সাঈদ মোল্লা, কাউন্সিলর মো. তানভীর আহমেদ, কাউন্সিলর শিরিন আক্তার, কাউন্সিলর মো. শহিদুল ইসলাম, কাউন্সিলর মো. খায়রুল আলম প্রমুখ।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মেয়র বলেন, আমাকে যখন কাশিমপুর কারাগার থেকে প্রিজনভ্যানে করে বাইমাইলের উপর দিয়ে কোর্টে নিয়ে যায় তখন ময়লার গন্ধে আমার দম বন্ধ হয়ে আসে। আমি জানি আমার মতো অন্য মানুষের একই কষ্ট হয়। বর্জ্য ড্রাম্পিং-এর কোনো প্লেস নাই। ড্রাম্পিং-এর জন্য জমি ক্রয় করা হবে। তিনি আরো বলেন, গাজীপুর সিটি করপোরেশনকে পার্সেন্টেজ মুক্ত রাখা হবে।

সর্বশেষ খবর