বাগেরহাটের মোরেলগঞ্জে গত ৭ দিনে পৃথক পৃথক ঘটনায় একজনকে প্রকাশ্যে খুন ও এক মুক্তিযোদ্ধাসহ কমপক্ষে ৮০ জনকে পিটিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সবশেষ হামলার ঘটনা ঘটে নিশানবাড়িয়া ইউনিয়নের হরতকীতলা গ্রামে। সেখানে ৪ সহোদরসহ ৭ জনকে পিটিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। রাত ১২টার দিকে জখমিদের মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে ৬ জনকে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়। মোরেলগঞ্জ হাসপাতালের চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি বলেন, আহত মোয়াজ্জেম, কাওছার, হেমায়েত, মধু, নিপু ও মিজানকে খুলনায় পাঠানো হয়েছে। এর মধ্যে মোয়াজ্জেম, কাওছার ও হেমায়েতের অবস্থা আশঙ্কাজনক। অপর আহত পারভেজকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। একই রাতে সোনাখালী গ্রামের মুক্তিযোদ্ধা হারুন মীরকে মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে তার শক্রপক্ষের লোকেরা। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, ১ বিঘা জমির একটি মত্স্য ঘের, একটি বিদ্যালয়ে চুরি, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন ও মাদকের বিরুদ্ধে কথা বলায় হরতকীতলা গ্রামে দুটি গ্রুপের সৃষ্টি হয়। ঘটনার সময় শহিদুল শেখের নেতৃত্বে একটি বাহিনী হামলা চালায় কাওছারের বাড়িতে। তারা কাওছারের বসতঘর ভাঙচুর করে এবং পর্যায়ক্রমে ৬জনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় শুক্রবার ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এর আগে গত রবিবার পূর্ব চরহোগলাবুনিয়া গ্রামে মোকলেছ হাওলাদার (৫৫) নামে এক হতদরিদ্র কৃষককে প্রকাশ্যে পিটিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃৃত্তরা। এ ছাড়াও গত এক সপ্তাহে উপজেলা ২৯টি গ্রামে মারপিট সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৭ জনই নারী এবং ১২ জনকে স্থানান্তর করা হয়েছে খুলনায়। মোরেলগঞ্জ হাসপাতাল সূত্রে জানা গেছে ঈদের দিন ১৬ জুন শনিবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৭ দিনে ২৯টি গ্রামে মারপিট ও সংঘর্ষে কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন। যার ৬৬ জন লোক এখানে ভর্তি হয়েছেন। এই পরিস্থিতি সম্পর্কে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, আমি ছুটিতে থাকাকালীন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার) যোগদান করেছি। এখন ঠিক হয়ে যাবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
মোরেলগঞ্জে সাতজনকে কুপিয়ে জখম
সাত দিনে নিহত ১ আহত ৮০
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর