বাগেরহাটের মোরেলগঞ্জে গত ৭ দিনে পৃথক পৃথক ঘটনায় একজনকে প্রকাশ্যে খুন ও এক মুক্তিযোদ্ধাসহ কমপক্ষে ৮০ জনকে পিটিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সবশেষ হামলার ঘটনা ঘটে নিশানবাড়িয়া ইউনিয়নের হরতকীতলা গ্রামে। সেখানে ৪ সহোদরসহ ৭ জনকে পিটিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। রাত ১২টার দিকে জখমিদের মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে ৬ জনকে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়। মোরেলগঞ্জ হাসপাতালের চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি বলেন, আহত মোয়াজ্জেম, কাওছার, হেমায়েত, মধু, নিপু ও মিজানকে খুলনায় পাঠানো হয়েছে। এর মধ্যে মোয়াজ্জেম, কাওছার ও হেমায়েতের অবস্থা আশঙ্কাজনক। অপর আহত পারভেজকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। একই রাতে সোনাখালী গ্রামের মুক্তিযোদ্ধা হারুন মীরকে মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে তার শক্রপক্ষের লোকেরা। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, ১ বিঘা জমির একটি মত্স্য ঘের, একটি বিদ্যালয়ে চুরি, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন ও মাদকের বিরুদ্ধে কথা বলায় হরতকীতলা গ্রামে দুটি গ্রুপের সৃষ্টি হয়। ঘটনার সময় শহিদুল শেখের নেতৃত্বে একটি বাহিনী হামলা চালায় কাওছারের বাড়িতে। তারা কাওছারের বসতঘর ভাঙচুর করে এবং পর্যায়ক্রমে ৬জনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় শুক্রবার ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এর আগে গত রবিবার পূর্ব চরহোগলাবুনিয়া গ্রামে মোকলেছ হাওলাদার (৫৫) নামে এক হতদরিদ্র কৃষককে প্রকাশ্যে পিটিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃৃত্তরা। এ ছাড়াও গত এক সপ্তাহে উপজেলা ২৯টি গ্রামে মারপিট সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৭ জনই নারী এবং ১২ জনকে স্থানান্তর করা হয়েছে খুলনায়। মোরেলগঞ্জ হাসপাতাল সূত্রে জানা গেছে ঈদের দিন ১৬ জুন শনিবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৭ দিনে ২৯টি গ্রামে মারপিট ও সংঘর্ষে কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন। যার ৬৬ জন লোক এখানে ভর্তি হয়েছেন। এই পরিস্থিতি সম্পর্কে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, আমি ছুটিতে থাকাকালীন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার) যোগদান করেছি। এখন ঠিক হয়ে যাবে।
শিরোনাম
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
মোরেলগঞ্জে সাতজনকে কুপিয়ে জখম
সাত দিনে নিহত ১ আহত ৮০
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর