বগুড়ার আদমদীঘির সান্তাহার বৃহত্তর কেন্দ্রীয় খাদ্য গুদাম (সিএসডির) প্রশাসনিক ভবনে ফাটল ধরেছে। জীবনের ঝুঁকি নিয়ে পুরাতন ওই ভবনেই কার্যক্রম চালাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়া ভবনটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার বলেও প্রতিকার হয়নি বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, সান্তাহার রেল জংশন থেকে ট্রেনে মালামাল আনা নেওয়ার লক্ষ্যে পাকিস্তান আমলে বৃহত্তর এই গুদামটি নির্মাণ করা হয়। ধারণক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার সিএসডিতে নতুন নতুন গুদাম নির্মাণ করলে প্রশাসনিক ভবন নির্মাণ বা পুরাতনটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। বর্তমান এই খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ৭০ হাজার মেট্রিক টনের অধিক। সিএসডির প্রশাসন ভবনের ব্যবস্থাপক ইমদাদুল ইসলাম জানান, আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। আগে যারা এ পদে ছিলেন প্রশাসনিক ভবনের অবস্থা সম্পর্কে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হয়তো জানিয়েছেন। তিনি বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে এ ভবনে বসে কাজ করতে হচ্ছে’। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        