শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সুদ কারবারির খপ্পরে শিক্ষক

নাটোর প্রতিনিধি

গুরুদাসপুরে পারিবারিক প্রয়োজনে সুদে কারবারিদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিয়েছিলেন স্কুলশিক্ষক। ওই টাকার প্রায় তিনগুণ পরিশোধও করেছেন তিনি। এখনও আসল টাকা পেতে শিক্ষককে চাপ সৃষ্টিসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। ভুক্তভোগী শিক্ষক সংবাদ সম্মেলন করে নিজের অসহায়ত্ব ও সুদেকারবারিদের শাস্তি দাবি করেছেন। গুরুদাসপুর পৌর শহরে গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ওই শিক্ষক ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আতিকুর রহমান, ছাত্রলীগ নেতা অশোক কুমার ও সম্রাট হোসেন। লখিত বক্তৃতায় ভুক্তভোগী শিক্ষক রফিকুল ইসলাম জানান, দুই বছর আগে উপজেলার রশিদপুর গ্রামের কয়েক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা সুদের ওপর নিয়েছিলেন তিনি। দুই বছর ধরে মূল টাকার তিনগুণ পরিশোধ করেছেন। এখন আসল টাকার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে তাকে। শিক্ষক আরো অভিযোগ করেন, সম্প্রতি এ নিয়ে শালিস বসলেও বিষয়টির সুরাহা হয়নি।

সর্বশেষ খবর