মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মহেশপুরে ২৫ মাদ্রাসায় বই সংকট, শিক্ষার্থীরা বিপাকে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২৫টি দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে বই সংকট দেখা দিয়েছে। ফলে শিক্ষার্থীরা বই না পেয়ে পাঠদান থেকে পিছিয়ে পড়ছে। মাদ্রাসা সুপারদের অভিযোগ, মহেশপুর উপজেলায় ২৫টি দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে ১৮শত ছাত্র-ছাত্রী রয়েছে। এরই প্রেক্ষিতে প্রতিষ্ঠানের সুপাররা ২২শত বইয়ের চাহিদা দেন মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেনের কাছে। তিনি ১১শত বইয়ের চাহিদা পাঠান ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসে। সেই মোতাবেক প্রতিটি মাদ্রাসায় ৪৫% ছাত্র-ছাত্রীর হাতে নতুন বই দেওয়া হয়েছে। বাকিরা বই না পেয়ে হতাশার মধ্যে পড়েছেন এবং শিক্ষা থেকে পিছিয়ে পড়ছেন।

অনেক অভিভাবকেরা প্রতিনিয়ত বইয়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করছে প্রতিষ্ঠানগুলোয়। এতে করে মাদ্রাসায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, প্রাইমারি সমাপনী পরীক্ষার ওপর ভিত্তি করে আমি চাহিদা দিয়েছিলাম। কিন্তু মাদ্রাসার অনেক শিক্ষার্থী বই পায়নি। এটা দুঃখজনক। এই সংকট নিরসনের জন্য কাজ করা হচ্ছে। তবে বই পরিবহন খরচের টাকার ঘটনায় তিনি জানান, খেয়াল ছিল না। পর্যায়ক্রমে প্রতিটি মাদ্রাসায় টাকাগুলো প্রদান করা হবে। 

সর্বশেষ খবর