বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

হোস্টেল না থাকায় ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নেই নিজস্ব হোস্টেল। ফলে দূর-দূরান্ত থেকে লেখা-পড়া করতে আসা ছাত্রীদের থাকতে হয় ব্যক্তিমালিকানাধীন ছাত্রী নিবাসে। এতে একদিকে তাদের লেখাপড়া খরচ বাড়ছে, অন্যদিকে ব্যক্তিমালিকানাধীন ছাত্রী নিবাসে দুশ্চিন্তায় থাকতে হয় নিরাপত্তা নিয়ে। জানা যায়, ১৯৬৯ সালে প্রতিষ্ঠার পর চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ জাতীয়করণ হয় ১৯৮৭ সালে। শহরের কাঁঠালবাগিচা এলাকায় প্রতিষ্ঠার পর থেকেই এই কলেজ জেলার নারীদের উচ্চ শিক্ষায় ভূমিকা রেখে আসছে। শিক্ষার্থীরা বলছেন, কলেজের হোস্টেল না থাকায় তাদের বাইরে ছাত্রীনিবাসে থাকতে হয়। অনেক অভিভাবক আবার নিরাপত্তার কথা ভেবে ছাত্রীনিবাসে থাকতে দিচ্ছেন না মেয়েদের। শিক্ষকরা জানান, হোস্টেল না থাকায় ঝরে পড়ছে শিক্ষার্থীরা। অধ্যক্ষ মনোয়ারা খাতুন বলেন, হোস্টেল নির্মাণের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর