শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ

ডাকাতিয়ায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

লাকসাম প্রতিনিধি

ডাকাতিয়ায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাংলাদেশ প্রতিদিনে ‘দখল-দূষণে শেষ ডাকাতিয়া’ শিরোনামে সংবাদ প্রকাশের পর গতকাল ডাকাতিয়া নদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই অভিযান শুরু করে।

জানা যায়, গত বুধবার দখল-দূষণ নিয়ে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশিত হয়। এরপর গতকাল ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের কর্মীরা দিনব্যাপী ডাকাতিয়া নদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়। একই সঙ্গে তারা নদীর দুই পাড়ের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে গিয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী, সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ুম অনীক এবং মুজাহিদুল ইসলাম সাকিব, মোস্তাফিজুর রহমান, শামীম আহমেদ, সাইফুল ইসলাম সুজন, হাসান মাহমুদ রাজু, মাইনুল ইসলাম রাসেল, মাজহারুল ইসলাম,  মোহসিন প্রমুখ। সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর