রবি মৌসুমে বাগেরহাটের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো হাইব্রিড, উফশী ধান ও সূর্যমুখী বীজ এবং সার বিতরণ করা হয়েছে। গতকাল বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও থান্দার কামরুজ্জামান। অনুষ্ঠানে ২ হাজার ৩০০ জন কৃষকের মধ্যে ৪৬০০ কেজি বোরো হাইব্রিড ধানবীজ, ১০০ জন কৃষকের মধ্যে ৫০০ কেজি উফশী ধানবীজ, ৩৫০ কৃষককে সূর্যমুখী বীজ দেওয়া হয়।