চট্টগ্রামের রাউজান উপজেলার চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন জহির আহাম্মদ (৫২), সাকিবুল ইসলাম (২২) ও রানা। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, চৌধুরীহাট মুসলিম হাইস্কুলের পাশে একটি মুদি দোকানে অভিযান পরিচালনা করে দোকানি জহির আহাম্মদকে আটক করা হয়। পরে দোকানের পাশ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিভর্তি ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে পটিয়ার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেপ্তার করা হয়।