গাজীপুর মহানগরের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে একটি টিনসেড কলোনির ১০০ ঘর। গতকাল বিকাল ৫টার দিকে জরুন এলাকায় রুমেল পাঠানের টিনসেড কলোনির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ি ও সারাবো ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় রাত ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এসব ঘরে গার্মেন্ট শ্রমিক ও খেটে খাওয়া মানুষ ভাড়া থাকতেন।
বাড়ির মালিক রুমেল পাঠান জানান, তার টিনসেড বাড়ির ১০০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এছাড়া বাঘেরবাজার এলাকায় গতকাল স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কারখানায় আগুনে বিভিন্ন ধরনের তেল ও কেমিক্যাল পুড়ে গেছে। এদিকে শ্রীপুরে বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে মঙ্গলবার রাতে আগুনে ঝুট-তুলাসহ বিভিন্ন মালামাল ভস্মীভূত এবং তিনটি গরু পুড়ে মারা গেছে।