সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘মডেল বাস টার্মিনাল গড়ে তোলা হবে’

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, অবিলম্বে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে আধুনিক মডেল বাস টার্মিনাল হিসেবে গড়ে তোলা হবে। গতকাল শহরের মুন্সিপাড়ায় নাজমা রহিম ফাউন্ডেশনে দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্র“পের নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে তিনি এ কথা বলেন। পরে সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের আত্রাই উচ্চবিদ্যালয়ের চারতলা ভিতসহ একতলা নবনির্মিত একাডেমিক ভবন, চেহেলগাজী ইউনিয়নের নশিপুর স্কুল অ্যান্ড কলেজের চারতলা ভিতসহ চারতলা নবনির্মিত আইসিটি একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

জেলা সড়ক পরিবহন মালিক গ্র“পের পুনরায় নির্বাচিত সভাপতি ভবানী শংকর আগরওয়ালা ও সাধারণ সম্পাদক মো. শাহেদ রিয়াজ পিমের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মো. আহাসান উল্লাহ মুন্না, এম এ খালেক, কাজী গোলাম রব্বানী, মো. জিল্লুর রহমান, মো. গোলাম আজম, কাজী মোমিনুর রশিদ কচি, সবল ঘোষ, শাহ মাসুদ কবির, এ এফ এম আশিকুর রহমান চৌধুরী, অজয় কুমার আগরওয়ালা, মো. আরাফাত হোসেন, মিজানুর রহমান মিজান, আহম্মদ শাহ, অভিনয় কুমার দত্ত, মো. শামী আজাদ, মো. হাফিজ উদ্দিন ও মো. আবদুস সাত্তার।

সর্বশেষ খবর