বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দাফনের ৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মৃত্যুর পাঁচ মাস ২০ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে মোরশেদ আলম (৬১) নামে এক বৃদ্ধের লাশ উত্তোলন করেছে পুলিশ। উপজেলার যাত্রাপুর এলাকার একটি কবরস্থান থেকে গতকাল দুপুরে মৃতদেহ উত্তোলন করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, যাত্রাপুর গ্রামের বড়তল্লা এলাকার একটি পুকুরের মালিকানা রয়েছে মোরশেদ আলমসহ ২০-২৫ জনের। গত ৫ অক্টোবর মাছ ধরা নিয়ে মোরশেদের সঙ্গে পুকুর ইজারা নেওয়া আজাদ, কামাল ও নুরুর কথা কাটাকাটি হয়। এ সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। এলাকাবাসী তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন ময়নাতদন্ত কিংবা সুরতহাল রিপোর্ট তৈরি না করেই লাশের দাফন সম্পন্ন করে। এ ঘটনার ১১ দিন পর নিহতের স্ত্রী আদালতে মামলা করেন।

সর্বশেষ খবর