শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা
কটিয়াদী বিএনপি

নতুন কমিটির সঙ্গে সম্পর্ক রাখবেন না আখতারুজ্জামান

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক এমপি ও নতুন কমিটির ১ নম্বর সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। নতুন কমিটি গঠনের পর গতকাল তিনি বলেন, ‘আমার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে-যা শিষ্টাচারবহির্ভূত এবং রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। ফলে এ কমিটিকে কোনো সহযোগিতা করতে পারব না এবং কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।’ সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকেও তিনি এমন মন্তব্য করেছেন। মেজর আখতারের মন্তব্য প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, আখতার সাহেব ৪৩০ সদস্যের কমিটি জমা দিয়েছিলেন। সেটা কোনো অবস্থায়ই অনুমোদন দেওয়া সম্ভব নয়। বুধবার কটিয়াদী উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেয় জেলা বিএনপি। তোফাজ্জল হোসেন খান দিলীপকে আহ্বায়ক ও আরিফুর রহমান কাঞ্চনকে সদস্যসচিব করা হয়েছে।

সর্বশেষ খবর