দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি বৃদ্ধির কারণে যাত্রীদের ভোগান্তি কমেছে। গত দুই সপ্তাহ ধরে রাতের বেশিরভাগ সময় কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে আটকে থাকে শত শত যানবাহন। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় আটকে পড়া এসব যানবাহনকে দ্রুত পারাপার করার লক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৃহস্পতিবার থেকে একটি রো-রো ফেরি বৃদ্ধি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি বলেন, কুয়াশার কারণে আটকে পড়া যানবাহনকে দ্রুত সময়ের মধ্যে পারাপারের জন্য ফেরি বৃদ্ধির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত মোতাবেক এ রুটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি রো-রো ফেরি বৃদ্ধি করা হয়েছে। এতে এ রুটে যাত্রী ও চালকদের ভোগান্তি কমেছে। এদিকে, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গতকাল ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ রুটে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় উভয় প্রান্তে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        