শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

ভাটার মাটিতে নষ্ট সড়ক

নাটোর প্রতিনিধি

ভাটার মাটিতে নষ্ট সড়ক

ড্রাম ট্রাক থেকে পড়া কাদা-মাটিতে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে গ্রামীণ সড়ক -বাংলাদেশ প্রতিদিন

নাটোরে থেমে নেই অবৈধভাবে মাটি কাটার মচ্ছব। অভিযোগ আছে, ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এ সব মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ১০ চাকার ড্রাম ট্রাক দাপিয়ে বেড়াচ্ছে গ্রামীণ সড়কগুলোতে। কাদামাটি পড়ে নষ্ট হচ্ছে রাস্তা। তাছাড়া ভারী যান চলাচলের কারণে সৃষ্টি হচ্ছে খানাখন্দ। প্রায়ই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। নাটোর সদর উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রমতে, এ উপজেলার সাত ইউনিয়নে বৈধ ও অবৈধ ৫০টি ইটভাটা রয়েছে। স্থানীয় সড়ক দিয়ে মাটিবোঝাই ভারী যানবাহন ইটভাটায় চলাচল করে। ১০ চাকার ও ৬ চাকার ড্রাম ট্রাক এবং ট্রাক্টরে ৩০-৩৫ টন ওজন থাকে। অথচ গ্রামীণ এ সব রাস্তার ধারণক্ষমতা সর্বোচ্চ ১৭ টন। মাটি আনা-নেওয়ার জন্য ভারী যানবাহন চলাচলের আলাদা রাস্তা রয়েছে। চালকরা ওই সব রাস্তা ব্যবহার না করে দূরত্ব কমানোর জন্য গ্রামের রাস্তা ব্যবহার করছে। ফলে সড়কগুলো দ্রুত ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এলাকাবাসী জানান, ১০ চাকার ড্রাম ট্রাক গ্রামের কাঁচা বা পাকা রাস্তায় চলাচলের অনুমতি নেই। নিয়ম ভেঙে এ সব ট্রাকে মাটি বহন করে গ্রামীণ সড়কে চলাচল করছে। ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, মাটি কাটার জন্য কাউকেই অনুমতি দেওয়া হয়নি। কেউ যদি অবৈধভাবে মাটি কাটে এবং ভারী যানবাহন চালায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর