বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

স্ট্যাটাস দেওয়ায় চাকরি গেল ইমামের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

গ্রেফতার হওয়া হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বগুড়ায় চাকরি গেল মসজিদ ইমামের। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মুর্শিদুল ইসলামকে গতকাল চাকরি থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। ইমাম মুর্শিদুল ইসলাম ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের গোলাম রহমানের ছেলে।

প্রায় ১২ বছর ধরে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের জামে মসজিদে ইমামতি করার পাশাপাশি সরকারি কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগায়ে রিসোর্টে মামুনুল হককে অবরুদ্ধ রাখার ঘটনায় মুর্শিদুল ইসলাম তার ফেসবুক আইডিতে মামুনুল হকের পক্ষে পোস্ট দেন। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির লোকজন ও সরকারি দলের নেতা-কর্মীদের নজরে আসে। মুর্শিদুল ইসলাম বলেন, মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিয়েছিলাম, সরকারে বিরুদ্ধে নয়। তারপরও স্ট্যাটাস মুছে ফেলে সকলের কাছে ক্ষমাও চেয়েছিলাম। ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হাছিব জানান, সবার সিদ্ধান্ত মোতাবেক ইমামকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর