রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা

শ্লীলতাহানির ঘটনায় মামলা

নোয়াখালী প্রতিনিধি

বেগমগঞ্জে এক কিশোরীকে শ্লীলতাহানি ও নির্যাতনের ঘটনায় আটজনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে। কিন্তু মামলার পাঁচ দিন পরও আসামিরা গ্রেফতার হননি। নিরাপত্তাহীনতায় ভুগছে ভিকটিমের পরিবার। ভিকটিম বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার দাদি নুরুন নাহার বাদী হয়ে আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

 ভিকটিমের চাচা মোরশেদ আলম গতকাল বিকালে সাংবাদিকদের জানান, ভিকটিমের পরিবারের সঙ্গে একই বাড়ির লোকজনের দীর্ঘদিন থেকে পূর্বশত্রুতা ও জায়গাজমির বিরোধ রয়েছে। ইউপি মেম্বার খোকনের যোগসাজশে এ বিরোধ সৃষ্টি হয়। এর আগে বাড়িতে দুই পক্ষের বিরোধ লাগলে মেয়েটি মোবাইলে ছবি ওঠায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। মেয়েটি গ্রামের বাড়ি পশ্চিম মহব্বতপুর থেকে ১৫ মে বিকালে উত্তর নাজিরপুর থানার পাশে ফুফুবাড়ি আসার পথে মেম্বার খোকনের ছেলে রবিন, জাকির, রিয়াজ, রাকিবসহ কয়েকজন ফলো করে। মেয়েটি ফুফুর বাসায় গিয়ে দেখে বাসা তালাবদ্ধ। এ সুযোগে ওই বখাটেরা তাকে জাপটে ধরে বেধড়ক মারধর করে, তার জামাকাপড় ছিঁড়ে ফেলে। তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বেগমগঞ্জ থানার ওসি বলেন, ‘খোঁজখবর নিয়ে আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।’

 

সর্বশেষ খবর