শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

আমন রোপণে ব্যস্ত কৃষক

ঠাকুরগাঁও প্রতিনিধি

আমন রোপণে ব্যস্ত কৃষক

বোরোর পর করোনা দুর্যোগের মধ্যেও আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। সদর উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, কোথাও কৃষক চারা তুলছেন। আবার কোথাও চারা রোপণ করছেন। সবমিলিয়ে জেলার কৃষক ও কৃষিশ্রমিকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। সদরসহ রানীশংকৈল, পীরগঞ্জ, হরিপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে চোখে পড়ে আমনের চারা উঠানো ও রোপণের দৃশ্য। এ কাজে নারী শ্রমিকদের অংশগ্রহণ দেখা গেছে কয়েক জায়গায়। জনপ্রিয় কয়েকটি জাতের ধান আবাদ করা হবে বলে জানান কৃষকরা। সদর উপজেলার নারগুন এলাকার কৃষক মোমিনুল ইসলাম জানান, প্রতি বছরের মতো এবারও তিনি তিন একর জমিতে আমন লাগানোর প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যেই চারা রোপণের জন্য প্রস্তুত করা হয়েছে জমি। যে কোনো দিন শ্রমিক নিয়োগ করবেন। একই উপজেলার শীবগঞ্জ এলাকার মকছেদুল জানান, তিনি এ বছর আড়াই একর জমিতে আমন ধান লাগাবেন। বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ এবং রোপণও শুরু করেছেন।           

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর