সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

প্রবাসী হত্যার বিচার দাবিতে উত্তাল নওপাড়া

ফরিদপুর প্রতিনিধি

প্রবাসী হত্যার বিচার দাবিতে উত্তাল নওপাড়া

ইতালি প্রবাসী মাসুদ রানার হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ

ইতালি প্রবাসী মাসুদ রানার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়া গ্রাম। হাজার হাজার নারী-পুরুষ গতকাল রাস্তায় নেমে আসেন। তারা মাসুদের খুনিদের বিচার চেয়ে মুহুর্মুহ স্লোগানে প্রকম্পিত করেন গোটা এলাকা। বিক্ষোভকারীরা এক পর্যায়ে ঢাকা-বরিশাল মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে রাখেন। তখন বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে কয়েক কিলোমিটারজুড়ে শত শত যানবাহন আটকা পড়ে। সড়ক অবরোধকালে বক্তব্য রাখেন নিহতের মা হালিমা, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান প্রমুখ। বক্তারা মাসুদ রানার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। তারা অভিযোগ করেন, প্রকাশ্যে মাসুদ রানাকে কুপিয়ে হত্যার পর আসামিরা এলাকায় থাকলেও পুলিশ তাদের আটক করছে না। উল্টো মামলা তুলে নিতে আসামিরা হুমকি দিচ্ছে। নিহতের মা হালিমা বলেন, ছেলে ইতালি থেকে ফিরে গ্রামের দুটি বিবদমান পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নিলে এক পক্ষ ক্ষুব্ধ। এর জেরে আমার ছেলেকে খুন করা হয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে ছেলে হত্যার বিচার চাই। ছেলের খুনিদের বিচার দেখে মরতে চাই। উল্লেখ্য, ১৩ এপ্রিল সন্ধ্যায় মাসুদ রানা নওপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে নামাজ পড়তে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

সর্বশেষ খবর