মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

খানসামায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ছয়টি ইউনিয়নের খানসামা উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে আরেকটি ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সেবা কার্যক্রম চালুর ফলে স্বাস্থ্য সেবায় আরও গতিশীল হলো। এতে সহজেই এই এলাকা ও আশেপাশের মানুষ সহজেই স্বাস্থ্য সেবা পাবে। গতকাল দিনাজপুরের খানসামা উপজেলা সদরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি এসব কথা বলেন। এই উপজেলায় আরও একটি হাসপাতাল চালু হওয়ায় খানসামাবাসী খুশি। ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সীমিত পরিসরে স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এসময় রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ভারপ্রাপ্ত ডা. জাকিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীনসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর