নীলফামারীতে গতকাল ট্রাকচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশের আট জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ১২ জন। শনিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- নীলফামারী : সকালে সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের কাজীরহাট বাজারে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী এক দম্পতি। তারা হলেন- স্বপন রায় ও তার স্ত্রী সুমি রায়। ফরিদপুর : সন্ধ্যায় সদর উপজেলার করিমপুর এলাকায় বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন শাহ। নোয়াখালী : বিকালে সোনাইমুড়ী উপজেলার বজরা বাজারে বাস চাপায় আবু ইউসুফ নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এদিকে, সোনাইমুড়ী-চাটখিল সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে জয়নুল আবদিন নামে এক কিশোর। লালমনিরহাট : বিকালে হাতিবান্ধা উপজেলার মিলন বাজারে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন আরিফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী। একই দিন হাতিবান্ধার সাব-রেজিস্ট্রি অফিসের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে ট্রাকের ধাক্কায় শামিম হোসেন (২৮) নামে অপর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মাদারীপুর : কালকিনিতে বালুবোঝাই নসিমনের চাপায় ওয়াহিদুজ্জামান চাঁন মিয়া নামে কৃষি ব্যাংকের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন। বাগেরহাট : বিকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকায় পিকআপচাপায় শাশ্বত রায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পিরোজপুর : নাজিরপুরে গতকাল সকালে টেম্পুচাপায় ইমন বাড়ৈ নামে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল : কালিহাতীতে তিন ট্রাকের সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন। সকালে উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া : কসবায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে রিফাত নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকালে উপজেলার বায়েক ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) : চৌদ্দগ্রামে অতিরিক্ত গতির ট্রাক্টর থেকে ছিটকে পড়ে আবদুল্লাহ নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
ট্রাকচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু
নয় জেলায় আরও ১২ জনের প্রাণহানি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর