শিরোনাম
সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

ফেসবুকে অশ্লীল পোস্ট, শাস্তি দাবি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস ও শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে কুৎসা রটনা ও ফেসবুকে মানহানিকর অশ্লীল পোস্টদাতা অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিককে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। গতকাল মোড়েলগঞ্জ উপজেলা সদরের এসএম কলেজ সড়কে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই কর্মসূচি।

চলা মানববন্ধনে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মো. আবুল বাশার হাওলাদার, এস এম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন হাওলাদার, প্রভাষক বেদান্ত হালদার, প্রদর্শক আসাদুজ্জামান বিপু, শিক্ষার্থী সজিব সরদার। মানববন্ধনে অশ্লীল ও মানহানিকর পোষ্টদাতা গোলাম কিবরিয়া তারিককে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাহী অফিসারের মাধ্যমে সরকারের বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিক মোড়েলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের ছবিসহ অশ্লীল ভাষায় নানা মন্তব্য করে ফেসবুকে মানহানিকর  পোষ্ট দেওয়ায় ফুঁসে ওঠে ওই কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাকরা। এ ঘটনার প্রতিবাদে এর আগে গত শনিবার অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিকের বিচার দাবিতে  মোরেলগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল করে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর