বুধবার, ১৮ মে, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

‘গুণগত মানের কারণেই বসুন্ধরা সিমেন্ট শীর্ষে’

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের সখীপুর থানার মোল্লারহাটে বসুন্ধরা সিমেন্টের হালখাতা-১৪২৯ গতকাল অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা সিমেন্টের ডামুড্যা, ভেদরগঞ্জ ও সখীপুর থানার পরিবেশক মেসার্স জুলহাস অ্যান্ড ব্রাদার্সের মালিক জুলহাস মোল্লার নিজ বাড়িতে এই অনুষ্ঠান আয়োজন করেন। জুলহাস মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস্) পলাশ আকতার। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর ডিভিশনাল সেলস ম্যানেজার হুমায়ন কবির, মাদারীপুর এরিয়ার সেলস ম্যানেজার মশিউর রহমান, সিমেন্ট সেক্টরের প্রতিনিধি ও ডামুড্যা টেরিটোরি সেলস এক্সিকিউটিভ জাকি আমিন। প্রধান অতিথি পলাশ আকতার বলেন, গুণগতমানের কারণেই বসুন্ধরা সিমেন্ট শরীয়তপুর জেলায় শীর্ষে রয়েছে। বসুন্ধরা সিমেন্ট উৎপাদনের শুরু থেকে গুণগতমান ধরে রেখেছে। ফলে ভোক্তাদের কাছে এই সিমেন্টের প্রতি আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনুষ্ঠানে চলতি বছর সেরা ১০ জন বিক্রেতাকে পুরস্কৃত করা হয়।

সর্বশেষ খবর