সোমবার, ২৭ জুন, ২০২২ ০০:০০ টা

মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি

ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদানসহ ৭ দফা দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীরা। গতকাল সকাল ৮টা থেকে কলেজের প্রধান ফটকের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। এতে বন্ধ রয়েছে ওই সড়কে সব যান চলাচল। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

পায়ে হেঁটে যাত্রীদের যাতায়াত করতে দেখা গেছে। সজিব নামের এক শিক্ষার্থীরা জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রি দেওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেট সাইন্স এন্ড এএইচএস ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে। তাতে শিক্ষার্থীদের আগামীতে চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তারা ডিভিএম ডিগ্রির দাবি জানিয়েছেন। এর আগে মানববন্ধন, সড়ক অবরোধ, খুলনা প্রাণিসম্পদের বিভাগের কর্মকর্তাকে অবরুদ্ধ করার পরও তাদের দাবি মানা হয়নি। যে কারণে গতকাল(আজ) আবারও তারা নতুন করে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে।

সর্বশেষ খবর