গ্রাহকদের সঞ্চিত প্রায় ২ কোটি টাকা নিয়ে গাঢাকা দিয়েছেন আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেড কুমিল্লা জাফরগঞ্জ শাখার কর্মকর্তা। এতে দিশাহারা হয়ে পড়েছেন টাকা জমা রাখা গ্রাহকরা। অভিযুক্ত কর্মকর্তা আবদুস সাত্তারের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার মুগসাইর গ্রামে।
কুমিল্লা জাফরগঞ্জ শাখা হিসেবে প্রতিষ্ঠানটি পরিচালিত হতো দেবিদ্বার উপজেলার এগারগ্রাম বাজার থেকে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা, গ্রাহকের কাছ থেকে ফিক্সড ডিপোজিট ও ডিপিএস নামে টাকা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। দুই বছর আগে এগারগ্রাম বাজারে প্রতিষ্ঠিত হওয়া শাখাটি বন্ধ রয়েছে তিন দিন ধরে। কর্মকর্তা আবদুস সাত্তার পরিবার নিয়ে পলাতক রয়েছেন। স্থানীয় বিধবা খোসনেয়ারা বেগম বলেন, একমাত্র সন্তান নিয়ে তিনি জীবনযাপন করছেন। শেষ সম্বল জমানো ২ লাখ টাকা জমা রেখেছিলেন ওই কর্মকর্তার কাছে। টাকা হারিয়ে এখন তিনি পাগলপ্রায়। পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুগসাইর গ্রামের তাজুল ইসলাম বলেন, পেনশনের ২ লাখ টাকা জমা রেখেছিলেন প্রতিষ্ঠানটিতে। বিশ্বাস করে টাকা জমা রেখেছিলেন। এভাবে প্রতারিত হবেন বুঝতে পারেননি। অভিযুক্ত আবদুস সাত্তারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়। জেলা সমবায় কর্মকর্তা আল-আমিন বলেন, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।