শিরোনাম
রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বজ্রপাতে স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু

শেরপুর ও হবিগঞ্জ প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে রাতুল (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার মালাকোচা এলাকায় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। রাতুল ওই এলাকার আবু বক্করের ছেলে ও টেংগরপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে রাতুল মালাকুচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যায়। ওই সময় বজ্রাঘাতে রাতুল আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। উপজেলার মজলিশপুর গ্রামের কাছে পিটেরবাড়ির শিমের আইল বড় প্রজেক্টর হাওরে গতকাল সকালে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, মজলিশপুর গ্রামের তারা উল্লার ছেলে নুর উদ্দিন (৪৫) ও খতিব উল্লাহর  ছেলে আবদুল করিম (৫৫)।

সর্বশেষ খবর