রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কুড়িগ্রামে ফের বেড়েছে শীত কুয়াশাচ্ছন্ন পুরো জনপদ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ফের বেড়েছে শীত কুয়াশাচ্ছন্ন পুরো জনপদ

দিনে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

উত্তরের জেলা কুড়িগ্রামে কয়েকদিন ধরে ঠাণ্ডা কিছুটা কম অনুভূত হলেও গতকাল থেকে ফের বেড়েছে শীতের প্রকোপ। গতকাল দিনভর এ জেলায় সূর্যের দেখা মেলেনি। দুপুর গড়িয়ে গেলেও ঘন কুয়াশায় ঢাকা ছিল পুরো জনপদ। কুয়াশার কারণে এ দিন দূরপাল্লার যানবাহন দিনের বেলায়ও চলাচল করেছে হেডলাইট জালিয়ে। অটোরিকশা ও মিশুক চালকর হেড লাইট জ্বালিয়ে রাস্তায় বের হন। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী ও দরিদ্র পরিবারের মানুষের। স্থানীয় রাজারহাট আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা কয়েক দিন ধরে বেড়েছে। কিন্তু শীতের প্রকোপ কমেনি। ফেব্রুয়ারি মাসের শুরুতে তাপমাত্রা কমে ফের মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানান, রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া। ধরলা নদী তীরবর্তী সদর উপজেলার কুমরপুরের অটোরিকশাচালক আইনুল মিয়া বলেন, ‘দুই দিন থাকি খুউব শীত পইরবের নাইগছে বাহে। আইজ আরও বেশি। গাওয়োত শিরশির করি বাতাস নাগে। আস্তা ঘাট দেহা যায় না।’

 

সর্বশেষ খবর