চার জেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীসহ পাঁচজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : গতকাল সকালে পতেঙ্গা থানার বন্দর এলাকায় তেলের ট্যাংকারের ধাক্কায় জনতা ব্যাংকের কর্মকর্তা মাহবুবুল আলম (৪২) নিহত হয়েছেন। একই সময় হাটহাজারী উপজেলার চৌধুরীহাটে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত হন জিন্নাতুন নেসা (৫০)। ফেনী : সদর উপজেলার খাইয়ারা এলাকায় সকালে পিকআপ চাপায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি একই এলাকার বাসিন্দা। কুমিল্লা : পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় ট্রাক চাপায় নিহত হয়েছেন জাহানারা আক্তার (১৭) নামে এক সৌদি প্রবাসী। দুর্ঘটনায় প্রাইভেটকারের আরও চার যাত্রী আহত হন। নেত্রকোনা : মোহনগঞ্জের গাগলাজুর সড়কে দুপুরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে ভুবন রানা (২৩) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।