শিরোনাম
মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

জামিন পেলেন মাহির স্বামী রকিব সরকার

গাজীপুর প্রতিনিধি

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার এক দিন পর আদালতে আত্মসমর্পণ করে সম্পত্তি দখল ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার। গতকাল গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক মো. নিয়াজ মাখদুম সম্পত্তি দখল ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক দুটি মামলাতেই রকিব সরকারের জামিন মঞ্জুর করেন। রকিব সরকারের আইনজীবী অ্যাডভোকেট মো. আনোয়ার সাদাত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। অ্যাডভোকেট আনোয়ার সাদাত সরকার জানান, রকিব সরকার গতকাল দুপুর দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নিয়াজ মাখদুমের আদালতে আত্মসমর্পণ করে দুটি মামলাতেই জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে উভয় মামলায় তার জামিন মঞ্জুর করেন।

মামলা দুটিতে পুলিশের প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত এ জামিন বহাল থাকবে। এর আগে ওমরাহ পালন শেষে শনিবার দেশে ফেরেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দেশে ফেরার পর তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠান। বিকালে আদালত ওই দুই মামলায় মাহিকে জামিন প্রদান করলে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। প্রসঙ্গত, শুক্রবার গাজীপুর মহানগরীর চান্দনায় রকিব সরকারের মালিকানাধীন গাড়ির শোরুমে হামলার ঘটনায় ফেসবুকে লাইভ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সময় তিনি শোরুমে হামলার পাশাপাশি মহানগর পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন।

সর্বশেষ খবর