সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আজ আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান : ক্যাপ্টেন তাজ

 বাঞ্ছারামপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দেওয়ার কারণেই আপনারা আজ জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান স্বাধীনতাযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে যারা, তাদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। এখনো তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। জাতির জনকের ডাকে যেভাবে সাড়া দিয়েছিলেন, আবারও জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে বিশ্বকে দেখিয়ে দিতে হবে, আমরা বাঙালি আমরা পারি। বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কি মিত্র চাকমার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ, কাজী আতিকুর রহমান, নুরুল ইসলাম,  জনি আক্তার প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ আবদুল আজিজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম এস রানা, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্ররুখ। আলোচনা শেষে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে তাদের মাঝে উপহার হিসেবে লুঙ্গি, শাড়ি ও গেঞ্জি বিরতণ করা হয়।

 

সর্বশেষ খবর