ঢাকার ধামরাইয়ের জয়পুরা মমো ফ্যাশন লিমিটেড কারখানার ভিতর থেকে শামীম হোসেন (২৮)-এর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে লাশটি উদ্ধার করে পুলিশ। শামীম সাভার ব্যাংক কলোনি এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার রোয়াপাড়া গ্রামে। তার বাবার নাম আলম আকন্দ বলে জানা গেছে।
জানা যায়, ধামরাইয়ের মহাসড়কের পাশে মমো ফ্যাশন লিমিটেড কারখানায় প্রতিদিনের মতো কাজে যোগদান করেন শামীম হোসেন। হঠাৎ করেই গেটের সিকিউরিটির কাছে খবর আসে শামীম নামে শ্রমিক মারা গেছে। কীভাবে মারা গেছে তার সঠিক কারণ জানা যায়নি। তবে কারখানার কর্তৃপক্ষ জানিয়েছেন কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের সময় ভায়োবিটার মেশিনের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে ওই শ্রমিক। পুলিশ বিকালে তার লাশ উদ্ধার করেছে। ধামরাই থানার ওসি আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।