শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

হিলির চার লেন সড়কে ফের কাজ শুরু

হিলি প্রতিনিধি

চার মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করার কাজ আবার শুরু হয়েছে। গত সোমবার নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইঞ্জিয়ারিং (এনডিই)। এতে স্বস্তি ফিরেছে এই পথে চলাচলকারী সাধারণ মানুষসহ বন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা। চার লেনে উন্নীতকরণে কাজ গত অক্টোবরে শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। আগামী জুন মাসে কাজ শেষ করার কথা ছিল। সড়কের পিচঢালা অংশ তুলে এবং দুই পাশের স্থাপনা ভেঙে ঢালাইও শুরু করেছিল।

দুই সপ্তাহ কাজ করার পরই সরঞ্জামাদি নিয়ে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে মুখ থুবড়ে পড়েছিল সড়কের উন্নয়ন। ভোগান্তিতে পড়েন পথচারীসহ সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, রিকশা-ভ্যানচালকসহ বিভিন্ন যানবাহন। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ইঞ্জিনিয়ার জুয়েল রানা বলেন, কিছু জটিলতার কারণে কাজ কিছুদিন বন্ধ ছিল। আবার আমরা কাজ শুরু করেছি। আগের চেয়ে নির্মাণ কাজের অগ্রগতি ভালো। সড়ক বিভাগ দিনাজপুরের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পুরো কাজ শেষ করা সম্ভব হবে না। কারণ এখনো ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াই সম্পন্ন হয়নি। যতটুকু জায়গা আমাদের নিয়ন্ত্রণে ততটুকুতেই কাজ করা হবে। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের বুঝিয়ে দিলে বাকি কাজ হবে। স্থানীয় পৌর মেয়র জামিল হোসেন বলেন, হিলি স্থলবন্দরের প্রধান সড়কটি চার লেনে উন্নীত করার কাজ বেশ কিছুদিন বন্ধ থাকায় সবার ভোগান্তি পোহাতে হয়েছে। আবার কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ। দ্রুত যেন সড়কটি নির্মাণ শেষ হয় সেই দাবি জানাচ্ছি।

সর্বশেষ খবর