মাদারীপুরে যৌতুকের জন্য লিয়া মনি আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, স্বামী ও তার পরিবারের লোকজন তাকে হত্যা করে ঘরের ভিতরে রেখে পালিয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার এওজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে রাতে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বাবা ছোবাহান কবিরাজ ও স্থানীয়রা জানায়, ‘আমার মেয়ে লিয়া মনি আক্তারকে একই উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রামের কালাম সরদারের ছেলে মাসুদ সরদারের সঙ্গে দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই মাসুদ ও তার পরিবারের লোকজন যৌতুকের টাকার জন্য নির্যাতন করে আসছে।
এ নিয়ে কয়েক দফা পারিবারিকভাবে শালিস-বৈঠকও হয়।’
ছোবাহান কবিরাজ আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে পুনরায় যৌতুকের টাকার জন্য চাপ দেয় মাসুদ ও তার পরিবার। এ সময় আমার বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকার করলে মাসুদ ও তার পরিবার শারীরিক নির্যাতন করে। মারধরের একপর্যায়ে লিয়া মনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে লিয়ার গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে ঘরের সঙ্গে ঝুঁলিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি আশপাশের লোকজন বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের বোন সাবিনা অভিযোগ করে বলেন, ‘পরিকল্পিতভাবে আমার বোনকে যৌতুকের টাকার জন্য মেরে ঘরের ভিতর ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা মাসুদ ও তার পরিবারের সবার বিচার চাই। আমার বোনের সঙ্গে যা ঘটেছে পৃথিবীর অন্য কোনো মেয়ের সঙ্গে যেন না ঘটে। আমরা সরকার প্রশাসনের কাছে বিচার চাই।’ তবে অভিযুক্ত মাসুদ ও তার পরিবার ঘটনার পর থেকে বাড়ি থেকে পালিয়েছে। বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লিয়া মনি নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্যে লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।