রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার সন্তান হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জেলার আদমদীঘি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল সরদারের খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের সাতমাথায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বগুড়া শাখা গতকাল এ মানববন্ধনের আয়োজন করে। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মোত্তালিব মানিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক পাভেল রানা, সদস্য সচিব আজিজুর রহমান সুমন, মশিউর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২২ মার্চ আদমদীঘি উপজেলার বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল সরদারকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার পর আসামিরা জামিনে মুক্তি পেয়ে নিহতের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। চার মুদি ব্যবসায়ীকে জরিমানা : দিনাজপুর প্রতিনিধি জানান, মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা এবং মূল্য তালিকা না থাকায় দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালত চারজন মুদি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা।

সর্বশেষ খবর