আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে সাংস্কৃতিক অঙ্গনের গুণী শিল্পীদের যেভাবে সম্মানিত করছেন, অতীতের কোনো সরকার তা করেনি। উল্টো বিএনপি-জামায়াতের আমলে বোমা হামলা করে সাংস্কৃতিক কর্মীদের হত্যার মাধ্যমে দেশে সংস্কৃতিচর্চা বন্ধের অপচেষ্টা চালানো হয়েছিল। জামালপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নাছির উদ্দিন আহমেদ, ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।