বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

স্বস্তির বৃষ্টিতে চাষিদের অস্বস্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রচণ্ড দাবদাহের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি জনমনে স্বস্তি আনলেও আম চাষিদের মাথায় হাত পড়েছে। জানা গেছে, চলতি খরা মৌসুমে অনাবৃষ্টির কারণে প্রচণ্ড দাবদাহে চাঁপাইনবাবগঞ্জের মানুষ হাঁপিয়ে উঠেছিল। গতকাল বিকালে জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতসহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হলে জনমনে স্বস্তি ফিরে আসে। কিন্তু শিলাবৃষ্টির কারণে আম চাষিরা হতাশায় পড়েছেন। এমনিতেই অনাবৃষ্টির কারণে বোঁটা শুকিয়ে আমের গুটি ঝরে পড়ছে। এমন পরিস্থিতিতে শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি বয়ে আনবে বলে মনে করছেন চাষিরা। সদর উপজেলার আম চাষি সুকুমার প্রামাণিক বলেন, এমনিতেই অনাবৃষ্টি ও প্রচণ্ড খরার কারণে আমের গুটি ঝরে পড়ছে। কিন্তু গতকালকের শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হবে। নাচোল উপজেলায় প্রায় ১৫ মিনিটের শিলাবৃষ্টিতে আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক নির্ধারণ করা সম্ভব নয়। পরে মাঠ পর্যায়ের তথ্য আসলে সঠিক ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।

 

সর্বশেষ খবর