ফরিদপুরে কলাবাগানে গলায় গামছা পেঁচিয়ে অটোরিকশাচালক আনু মৃধা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ মৃধা (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোহাগ জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের শাহজাহান মৃধার ছেলে। ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে এসপি শাহজাহান সাংবাদিকদের কাছে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৮ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার চাঁদপুর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ১৬ এপ্রিল ফরিদপুরের সদর উপজেলার চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় আনু মৃধা নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর দিন নিহতের ছেলে কোতোয়ালি থানায় মামলা করেন। এর পর ঘটনার রহস্য উদঘাটনে ও জড়িতদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ।