লালমনিরহাটে একটি সেতু বদলে দিতে পারে আট গ্রামের ৩০ হাজার মানুষের ভাগ্য। সদর উপজেলার রত্নাই নদীর সরেয়ারতল নামক ঘাটে দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। বর্ষাকালে দুই তীরের মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা কলাগাছের ভেলা কিংবা নৌকা। অন্য সময় নড়বড়ে বাঁশের সাঁকো পার হয়ে চলাচল করতে হয় স্থানীয় বাসিন্দাদের। রত্নাই নদীর পূর্ব দিকে কুলাঘাটের শিবের কুটি, দক্ষিণ শিবের কুটি, বনগ্রাম, বোয়ালমারী, মোগলহাটের ভাটিবাড়ি, কোদাল খাতা ও পশ্চিম দিকে কুলাঘাটের ধাইরখাতা এবং লালমনিরহাট পৌরসভার উত্তর সাপটানা অবস্থিত। স্থানীয় সূত্র জানায়, রত্নাই নদীর পূর্ব দিকের গ্রামের অনেক শিক্ষার্থী পশ্চিম পাড়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে। আবার নদীর পশ্চিম দিকের অনেকে পূর্ব দিকের স্কুল-কলেজ-মাদরাসায় যায়। নদীর পশ্চিম দিকের মানুষ চিকিৎসাসেবার প্রয়োজনে পূর্ব দিকের শিবের কুটি কমিউনিটি ক্লিনিকে যেতে হয়। তাদের নদী পার হতে হয় নৌকা কিংবা সাঁকো দিয়ে। পূর্ব দিকের গ্রামগুলোর রোগীদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালসহ রংপুর মেডিকেলে যেতে হয়। রত্নাই নদীর ওপর সেতু না থাকায় সাঁকো পার হয়ে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন পূর্ব দিকের গ্রামগুলোতে প্রবেশ করতে পারে না। তাই উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, আমি এক যুগের বেশি সময় ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। লালমনিরহাট সদর-৩ আসনের এমপি রত্নাই নদীর ওপর সরেয়ারতল ঘাটে সেতু নির্মাণের প্রতিশ্রুতির পাশাপাশি ডিও লেটার দিয়েছেন। এখন পর্যন্ত সেতুটি নির্মাণ করা হয়নি। এলজিইডির পক্ষ থেকে চিঠি চালাচালি আর নদীর সরেয়ারতল ঘাটে বিভিন্ন সময় মাপজোখ হয়। বাস্তবে কী হবে সেটা দেখার বিষয়। লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনজুর কাদের ইসলাম বলেন, সরেয়ারতল ঘাটে সেতু নির্মাণের জন্য ২০২২ সালের ২০ অক্টোবর পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক বরাবর চিঠি পাঠিয়েছি। প্রস্তাবিত সেতুর দৈর্ঘ্য ১২৫ মিটার। নির্মাণ ব্যয় প্রায় ৩ কোটি টাকা। যত তাড়াতাড়ি সম্ভব সেতুর কাজ শুরু করা হবে।
শিরোনাম
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব