বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা

হাওর উন্নয়ন প্রকল্পের কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর হাওর অঞ্চলের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের নিয়ে গতকাল কর্মশালা হয়েছে।  ব্রাহ্মণবাড়িয়ার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক হলে আয়োজিত ‘অ্যাওয়ার্ড ফর বেস্ট প্র্যাকটিস-২০২৩’ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন মো. আবদুল মান্নান।

 সভাপতিত্বে এবং জেলা মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মো. হারুনুর রশীদ ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুশান্ত সাহা, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক মো. আজিজুর রহমান। জেলাসহ বিভিন্ন উপজেলার সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী, জেলায় কর্মরত হিলিপ প্রকল্পের কর্মকর্তারা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। পরে এ প্রকল্পের আওতায় ৯ উপজেলার সুফলভোগী ১৭ নারীসহ ৫১ জনকে সেরা পুরস্কারে নির্বাচিত করা হয়। বিজয়ী প্রত্যেককে ১০ হাজার করে টাকা প্রদান করা হয়।

সর্বশেষ খবর