রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় তিন অটোযাত্রী নিহত

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও আটজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া কুমিল্লা, গাইবান্ধা, মাগুরা, হবিগঞ্জ, জামালপুর ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও আটজনের। প্রতিনিধিদের পাঠানো খবর-

লালমনিরহাট : কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার কাকিনা ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার বেলতলী (রহমতপাড়া) গ্রামের রফিকুল ইসলাম (৪০), চিলার বাজার এলাকার মিজানুর রহমান (৩৫), রংপুরের দর্শনা মোড়ের মুন্নি বেগম (৪৫)।

কুমিল্লা : হোমনায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। গতকাল উপজেলার শ্রীমদ্দি গ্রামে দুর্ঘটনায় এরা নিহত হন। নিহতরা হলেন উপজেলা সদরের সজলের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও তার ছয় মাস বয়সী মেয়ে সাওদা।

গাইবান্ধা : শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউপি ভবনের সামনে বাস অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন অটোরিকশার যাত্রী জাকির হোসেন (২৭) ও নাজমুল ইসলাম (৩৮)।

মাগুরা : মাগুরায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মাগুরা-ঝিনাইদহ সড়কের ইটখোলা বাজারে শুক্রবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল ওয়াদুদ (২৮) কুষ্টিয়ার কৃত্তি নগরের রইস উদ্দিনের ছেলে।

হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ফরিদ মিয়া (৪০) নামে হবিগঞ্জ পল্লী বিদ্যুতের এক কর্মচারী নিহত হয়েছেন। গতকাল সকালে মহাসড়কের কাউসার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদ সিরাজগঞ্জের কামারখন্দ থানার বাসিন্দা।

জামালপুর : মেলান্দহ উপজেলার মালঞ্চ ঐরাকায় গতকাল বিকালে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছেন শাহীন (৩৪) নামে এক ইজিবাইক চালক। এ সময় ইজিবাইকের ছয় যাত্রী আহত হয়েছেন। শাহীন উপজেলার নয়ানগর ইউনিয়নের বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : চিটাগাং রোডে ইজিবাইকের চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে নার্গিস আক্তার (৩০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে পাওয়ার হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর