দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
নারায়ণগঞ্জ : বন্দরের কেওঢালা এলাকায় কাভার্ড ভ্যান চাপায় দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাচ্ছের মিয়ার ছেলে আমানুল্লাহ (৩৫) এবং জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া (২৮)। ঘাতক গাড়িটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
কুষ্টিয়া : কুমারখালীর কালুমোড় এলাকায় দুপুরে নসিমন গাড়ির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন চুয়াডাঙ্গার দামুরহুদার শাহিন মিয়া (৪২) ও দর্শনার ইকরামুল (২২)।চট্টগ্রাম : নগরীতে বাসচাপায় নুরুল করিম নামে এক ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। নুরুল সিএমপির ট্রাফিক বিভাগ উত্তর জোনে কর্মরত ছিলেন।
নাটোর : নাটোরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন ছালামত আলী নামে সত্তোরোর্ধ্ব এক বৃদ্ধ। সকালে নাটোর-পাবনা মহাসড়কের সৈয়দ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি সদর উপজেলার আটঘড়িয়া গ্রামে।