খুলনার বটিয়াঘাটায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। নোয়াখালীর চরজব্বার ও খুলনার ডুমুরিয়া এলাকা থেকে গতকাল তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- নাজমুল গোলদার ও রাসেল শেখ। এর আগে শুক্রবার আরকে আসামি মৃত্যুঞ্জয় সরকারকে বরিশালের নতুন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারদের জেলহাজতে পাঠানো হয়েছে।