ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর এক শিশুর ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সকালে উপজেলার মরিয়মনগর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। উল্লেখ্য, ধষর্ণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।