মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে বাদাম চাষ বৃদ্ধি পাচ্ছে। বাদামের দাম আগের থেকে অনেক বেশি। লাভজনক হওয়ায় প্রতি বছর চরাঞ্চলে এ ফসলের চাষ বাড়ছে। কৃষি বিভাগ জানায়, জেলায় এ বছর ৬২ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে ৬০ হেক্টর মহম্মদপুরে, বাকি দুই হেক্টর চাষ হয়েছে শ্রীপুর উপজেলাতে। কৃষি বিভাগ আরও জানিয়েছে, এ মৌসুমে বিস্তীর্ণ চরাঞ্চল উপজেলার মাধবপুর, চর মাধবপুর, গয়েশপুর, বাহিরচর এলাকায় আগে কোনো ফসল চাষ হতো না। এখানকার কৃষকদের আমরা পরামর্শ দিয়ে এ বাদাম চাষে নিয়ে এসেছি। আগামীতে বাদাম চাষ আরও বৃদ্ধি পাবে বলে কৃষি অফিস আশা প্রকাশ করে। কৃষকরা জানান, আগে এ বিস্তীর্ণ চরাঞ্চলে আমরা কোনো ফসল চাষাবাদ করতাম না। কৃষি বিভাগের পরামর্শে ১০ থেকে ১২ বছর আমরা এ চরাঞ্চলে বাদামের চাষ করছি। বাদাম চাষে খরচ কম লাভ বেশি। বিঘাপ্রতি ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়। সেখানে আমরা বাদাম বিক্রি করতে পারি ৩০ থেকে ৪০ হাজার টাকা। কৃষি অফিস থেকে বিভিন্ন সময় এ চাষে আমাদের প্রণোদনা দেওয়া হয়। আগামীতে বাদাম চাষ আরও বৃদ্ধি পাবে।’ কৃষি বিভাগ জানায়, প্রচণ্ড দাপদাহ ও অনাবৃষ্টির কারণে বাদামের ফলন কাক্সিক্ষত লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম হয়েছে। যেখানে বিঘাপ্রতি ৮ থেকে ৯ মণ হওয়ার কথা সেখানে ৫ থেকে ৬ মণ করে গড় ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী বলেন, চিনা বাদাম পুষ্টি সমৃদ্ধ খাবার। মাগুরায় এ বছর খরিফ-১ মৌসুমে ৬৫ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ৬২ হেক্টর জমিতে চিনা বাদামের চাষ হয়েছে। যার মধ্যে মহম্মদপুর উপজেলাতেই চাষ হয়েছে ৬০ হেক্টর। চলতি মৌসুমে উচ্চ ফলনশীল বারী-৫, ৮, ৯ ও বিনা-৪ জাতের বাদাম চাষ করেছে। তবে আশার কথা, বাজারে আগের থেকে বাদামের দাম অনেক বেশি পাওয়া যাচ্ছে। লাভজনক হওয়ায় প্রতি বছর চরাঞ্চলে বাদাম চাষ বাড়ছে।
শিরোনাম
- শীতলক্ষ্যা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
- বীরের দেশ বাংলাদেশ বিশ্বে স্বমহিমায় প্রতিষ্ঠা লাভ করবে : রাষ্ট্রপতি
- কুতুবদিয়ায় তিন জেলে নিখোঁজ
- নাটোরে পুলিশের অভিযানে আটক ৩১
- স্বর্ণের কানের দুলের জন্য স্কুলছাত্রীকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
- আন্তর্জাতিক ও বিদেশি ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
- আইসিইউতে বিখ্যাত তবলাবাদক জাকির হুসেন
- নেপাল কাবাডি লিগে দল পেলেন ৫ বাংলাদেশি
- বরিশাল মেডিকেলের ব্লাড ব্যাংকের তিন ক্লাব তালাবদ্ধ
- মালয়েশিয়ার ইসলামী দলের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক
- ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে: গোলাম পরওয়ার
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু পহেলা জানুয়ারি, পরীক্ষা এপ্রিলে
- বাউবির এইচএসসির (নিশ-১) ফল প্রকাশ
- পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ
- ব্যাংকের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ
- বাংলাদেশের মাটি ও পতাকা রক্ষা করার দায়িত্ব আমাদের: বাউবি উপাচার্য
- ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
- সিলেটে তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ
- ‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, চোখ কান খোলা রাখতে হবে’
- সৌদিতে 'রেড সি' চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন যারা