চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে গুলি করে হত্যার দুই দিন পর বাংলাদেশি ব্যবসায়ী আবদুল্লাহর লাশ ফেরত দিয়েছে বিএসএফ। সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের পর বিএসএফ সদস্যরা বুধবার সন্ধ্যায় বিজিবি ও পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেন। আবদুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন-৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান জানান, সোমবার ভোররাতে ভারতে অনুপ্রবেশ করেন আবদুল্লাহ। এ সময় বিএসএফের গুলিতে নিহত হন তিনি। ঘটনার পর বিএসএফকে বারবার চিঠি পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় ফেরত দেয় লাশ। কী কারণে বিএসএফ আবদুল্লাহকে গুলি করেছে জানা যায়নি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।