ঢাকার কেরানীগঞ্জে ৭১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- মো. সাইম মাঝি (২১) ও মো. অপু মৃধা (২৯)। গতকাল র্যাব-১০ এর উপপরিচালক এম. জে. সোহেল এ তথ্য জানান। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৭১ কেজি গাঁজাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।